অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৩৭, গণিত
অনুশীলনী- ২.১- মো: বদরুল ইসলাম, সহকারী শিক্ষক (গণিত), সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
- ২৪ আগস্ট ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনী- ২.১’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৫। একটি দ্রব্য ১০% মুনাফায় বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?
(ক) ৯০ টাকা (খ) ১১০ টাকা
(গ) ১০০ টাকা
(ঘ) ১০ টাকা
১৬। একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। ক্রয়মূল্য কত?
(ক) ১০০০ টাকা
(খ) ৮০০ টাকা
(গ) ১২৫০ টাকা
(ঘ) ১১০০ টাকা
১৭। একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?
(ক) ৪% (খ) ৫%
(গ) ৮% (ঘ) ১০%
নিচের তথ্যের আলোকে নিচের ১৮-২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রতি হালি ডিমের ক্রয়মূল্য ২৮ টাকা ও বিক্রয়মূল্য ৩২ টাকা।
১৮। উদ্দীপকের ১২টি ডিমের ক্রয়মূল্য কত?
(ক) ৭২ টাকা (খ) ৮৪ টাকা
(গ) ৬০ টাকা (ঘ) ৯৬ টাকা
১৯। উদ্দীপকের প্রতি হালি ডিমে লাভ কত?
(ক) ৪ টাকা (খ) ৫ টাকা
(গ) ৬ টাকা (ঘ) ৮ টাকা
২০। প্রতি হালি ডিমে শতকরা লাভ কত?
(ক) ১৪.২৮% (খ) ১৫.৯২%
(গ) ১৩.২৮% (ঘ) ১৬.২৫%
নিচের তথ্যের আলোকে (২১-২৩) নং প্রশ্নের উত্তর দাও।
একটি ব্যাট ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ব্যাটটি আরো ২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো।
২১। ৮% ক্ষতিতে বিক্রয় করায় বিক্রয়মূল্য কত হবে?
(ক) ১০৮ টাকা (খ) ৯২ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ১৯২ টাকা
২২। উপরের তথ্যে উভয় বিক্রয়মূল্যের পার্থক্য কত?
(ক) ১২ টাকা (খ) ৯২ টাকা
(গ) ১৬ টাকা (ঘ) ১০৮ টাকা
উত্তর : ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ক, ২১. খ, ২২. গ।